চুয়াডাঙ্গায় বাবু খানের অর্থায়নে করোনা চিকিৎসার উপকরণ হস্তান্তর

দেশ যেন দ্বিতীয় বারের মত চরম বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে। প্রতিদিনই করোনায় মৃত্যু ও সংক্রমণের রেকর্ড গড়ছে নতুন করে। আগের সব রেকর্ড ভেঙে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যু।

এমন পরিস্থিতিতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে দেশের দক্ষিনাঞ্চল খুলনা বিভাগ। এ বিভাগে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। এ যেন লাগানহীন এক টগবগে অদৃশ্য মৃত্যুর ফাদ।

এই যখন অবস্থা তখন চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক, বিশিষ্ট শিল্পপতি রাইজিং গ্রুপ অব কোম্পানির কর্ণধার মাহমুদ হাসান খান জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও করোনা চিকিৎসার উপকরণ সামগ্রী উপহার দিলেন।

আজ মঙ্গলবার (০৭ জুলাইল) চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জনের নিকট এ সকল সামগ্রী হস্তান্তর করা হয়।

কেন্দ্রীয় বিএনপির উপ কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মাহমুদ হাসান খান বাবুর নিজস্ব অর্থায়ন ও সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ ওয়াহেদুজ্জান বুলার নেতৃত্বে এই চিকিৎসা সামগ্রী সাধারণ রোগিদের ব্যাবহারের জন্য প্রদান করা হয়।

 

কোন হাসপাতালে কি এবং কত পিস

চুয়াডাঙ্গা সদর: অক্সিজেন ফ্লো মিটার সেন্ট্রাল পোর্ট ওয়াল মাউন্ট ২০ পিস, অক্সিজেন কনসেন্টেটর ১০ লিটার ৫ পিস, সার্জিক্যাল মাস্ক ৩০০০ পিস, সার্জিক্যাল গ্লোভস ৬০০০ পিস, পালস অক্সি মিটার (জাম্পার) ১০ পিস ও ব্যাটারি ১০ পিস।

জীবননগর উপজেলা: ফ্লো মিটার সহ অক্সিজেন সিলিন্ডার ১০ পিস, সার্জিক্যাল মাস্ক ২০০০ পিস, পালস অক্সিমিটার (জাম্পার) ১০ পিস ও ব্যাটারি ১০ পিস।

এছাড়া দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলায় জীবননগর এর ন্যায় উপকরণ প্রদান করা হয়।

চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা বিএনপি,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।