টিকার দ্বিতীয় ডোজ পেতে দেরি হবে

দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা যে পরিমাণ মজুদ আছে, তাতে প্রথম ডোজ নেওয়াদের মধ্যে ১৫ লাখ মানুষের টিকার দ্বিতীয় ডোজ পেতে দেরি হবে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক (সিডিসি) অধ্যাপক নাজমুল ইসলাম রোববার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব তথ্য জানান।

 

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মূলায় ভারতের সেরাম ইন্সটিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনের মজুদ এই সপ্তাহ শেষে একেবারেই ফুরিয়ে যাবে। এর মধ্যে নতুন করে টিকা না পেলে ১৫ লাখের কাছাকাছি মানুষের দ্বিতীয় ডোজের টিকা পেতে বিলম্ব হবে।

 

নাজমুল ইসলাম আরও বলেন, সরকার টিকা সংগ্রহের জোর চেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে টিকা আনার চেষ্টা চলছে। আমরা আশাবাদী যে খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে। তবে মিক্সড করে (দুই প্রতিষ্ঠানের দুই ডোজ) টিকা কার্যক্রমের কোনো সিদ্ধান্ত হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এফডিএসহ তারা যদি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে আমরাও সে অনুযায়ী ব্যবস্থা নেব। টিকার ব্যবস্থা হলে বন্ধ হয়ে যাওয়া টিকার প্রথম ডোজের কার্যক্রমও শুরু করতে পারব।

 

ভারতে করোনা আক্রান্তদের ব্লাক ফাঙ্গাস দেখা দিয়েছে এ প্রসঙ্গে তিনি বলেন, ভারতের ব্লাক ফাঙ্গাস নিয়ে আমরা সতর্ক রয়েছি। আমরা চাই এই কালো ছত্রাক যেন স্বাস্থ্য ব্যবস্থায় নতুন করে চাপ হয়ে না দাঁড়ায়। আমরা জাতীয় কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করছি। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। ব্লাক ফাঙ্গাস এর চিকিৎসা কেমন হবে, ব্যবস্থাপনা কেমন হবে, সে সম্পর্কিত গাইডলাইন আমরা সময়মতো জানিয়ে দেবো।