ইজতেমার ময়দান ফাঁকা
বিশ্ব ইজতেমার ময়দানে মাওলানা সাদ এবং মাওলানা জুবায়ের অনুসারীদের
মধ্যে বুধবার (১৮ ডিসেম্বর) সংঘর্ষের পর সরকারি নির্দেশনায় ইজতেমা ময়দান ত্যাগ
করেছে মাওলানা সাদ অনুসারীরা। বুধবার বিকেল তিনটা থেকে ইজতেমার ময়দান দখলে রাখা
মাওলানা সাদ অনুসারীরা গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওলানা
সাদ অনুসারীরা ইজতেমার ময়দানে প্রবেশ করে ২০ ডিসেম্বর থেকে তাদের পাঁচ দিনে জোড়
ইজতেমা করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সরকারি সিদ্ধান্তে তারা বুধবার বিকেল
থেকেই ময়দান ত্যাগ করতে থাকেন। রাত ৯টার মধ্যেই পুরো ইজতেমা ময়দান খালি করে
মাওলানা সাদ অনুসারীরা ময়দান ত্যাগ করে গন্তব্যে চলে যান।


