৭ দিন ধরে নিখোঁজ কিশোর মাহিম
গত ১০ ডিসেম্বর সকালে ফরিদপুর সদরের কানাইপুর
ইউনিয়নের মালাঙা গ্রামের ভাড়া বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি মাহিম ফকির (১৩)
নামে এক কিশোর। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে নিখোঁজের পর পাঁচ দিন পর গত ১৫
ডিসেম্বর ফরিদপুরের কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ মাহিমের ফুফু
চম্পা বেগম।
গতকাল মঙ্গলবার কিশোর মাহিম ফকির নিখোঁজের ৭ দিন
পার হলেও তাকে খুঁজে পায়নি তার পরিবার ও কোতয়ালি থানা পুলিশ।
এদিকে নিখোঁজ কিশোরকে খুঁজে না পেয়ে নির্ঘুম দিন
কাটছে মা-বাবা হারানো ওই কিশোরের একমাত্র অভিভাবক চম্পা বেগমের। এবিষয়ে নিখোঁজ
কিশোরের ফুফু চম্পা বেগম বলেন, ‘গত ১০ ডিসেম্বর মাহিম সকাল ৭টা থেকে মালাঙা গ্রামের আমাদের ভাড়া
থেকে সেজে গুজে বের হয়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।’
এসময় মাহিমকে দ্রুত খুঁজে বের করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন
চম্পা বেগম।
এ বিষয়েটির তদন্তদের থাকা ফরিদপুর কোতয়ালি থানার
উপপরিদর্শক (এসআই) আহাদুজ্জামান বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে
তদন্ত করে নিখোঁজ কিশোরটিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।’


