সাড়ে ৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর
দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে ঘন কুয়াশার কারণে
দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখে বিআইডব্লিউটিসি।
বুধবার সকালে যানবাহন ও যাত্রী বোঝাই করে ফেরিগুলোকে দুইপাশের ঘাটে আটকা থাকতে
দেখা গেছে। দীর্ঘসময় ফেরি বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে সকাল
৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার
সন্ধ্যার পর থেকে কুয়াশার কারণে এ নৌরুটগুলোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত
সাড়ে ১২টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং
পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে নৌরুটগুলোতে ফেরি চলাচল
সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কর্যালয়ের
ম্যানেজার মো. সালাউদ্দিন সমকালকে বলেন, কুয়াশার ঘনত্ব কেটে গেলে সাড়ে ৮ ঘণ্টা পর
বুধবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।


