বাবা-ছেলেসহ সড়কে ঝরল ৯ প্রাণ
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ
তিনজনের প্রাণহানি ঘটেছে। নীলফামারী সদর ও নওগাঁর মান্দায় সড়কে দু’জন
করে নিহত হয়েছেন। এ ছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জ ও ফরিদপুরের মধুখালীতে দুর্ঘটনায়
প্রাণ গেছে দু’জনের।
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ফুলতলা মোড়ে
সোমবার বিকেলে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।
অন্যদিকে একই সময় গোমস্তাপুর উপজেলার তেঁতুলতলা মোড়ে আরেক ট্রাকের ধাক্কায় মারা
যান ভ্যানচালক। ফুলতলা মোড়ে নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের
লক্ষিপুর কালিনগর গ্রামের মিজানুর রহমান (৪৫) ও তাঁর ছেলে সাগর হোসেন (১৮)।
গোমস্তাপুরে নিহত ভ্যানচালক একই উপজেলার রহনপুর ইউনিয়নের পাথরপূজা গ্রামের বাবর
আলী (২৫)।
ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দিতে গতকাল
ট্রাকের সঙ্গে সংঘর্ষে গোল্ডেন লাইন পরিবহন বাসের হেলপার মিলন (২৫) নিহত ও সাতজন
আহত হয়েছেন। মিলন ফরিদপুর পৌরসভার টেপাখোলার বাসিন্দা।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের
মোকামবাজারে গতকাল দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময়
গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী তানভির ও তাঁর বন্ধু জুমান।
নওগাঁর মান্দা উপজেলার সাহাপুকুরে ঘন কুয়াশার
মধ্যে গতকাল ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের দুই যাত্রী নিহত ও দু’জন
আহত হয়েছেন। নিহতরা হলেন- সাপাহার উপজেলার আলভী রাব্বানী জিহান (৩২) ও একই উপজেলার
মাহিন আহমেদ সাগর (২৭)।
নীলফামারী সদর উপজেলার ঢেলাপীর বাজারে গতকাল সড়ক
দুর্ঘটনায় আলমগীর হোসেন (১৭) নামে একজন নিহত হয়েছেন। তাঁর বাড়ি সৈয়দপুরের চৌমুহনী
বাড়াইশাল মাঝাপাড়ায়।
বাগেরহাটের ফকিরহাটে বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের
সামনে গতকাল দুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আশরাফুল (৪৫) নামের এক মোটরসাইকেল
আরোহী নিহত হয়েছেন। আশরাফুলের বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে।
জয়পুরহাটের আক্কেলপুরের পূর্ণ গোপীনাথপুর
হঠাৎপাড়া এলাকায় গতকাল বিকেলে তেলবাহী লরি ও পিকআপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।


