রবি মৌসুমে আর্থিক-প্রযুক্তি সহায়তা পেয়ে খুশি কৃষক
শীত এলেই রবি মৌসুমের নানা ফসল আবাদে ব্যস্ত হয়ে
পড়েন কৃষক। নভেম্বরের মাঝামাঝি থেকে মার্চ পর্যন্ত কৃষকের মাঠে থাকে বোরো ধান, গম,
ভুট্টা, সরিষা, পেঁয়াজ, আলু, মসুর ডাল, শীতকালীন সবজি, সয়াবিন, রসুন ও মরিচ। তবে
কৃষির গুরুত্বপূর্ণ এই মৌসুমে নানা প্রতিকূলতার মুখে পড়েন চাষি। প্রাকৃতিক
দুর্যোগ, বৃষ্টির অভাব এবং নানা রোগবালাই শস্য উৎপাদনে বাধা হয়ে দাঁড়ায়। ডিজেল ও
বিদ্যুতের ক্রমবর্ধমান খরচ সেচেও আর্থিক চাপ বাড়ায়। মানসম্পন্ন বীজ সংকট, সারের অসম
প্রাপ্যতা এবং কীটপতঙ্গের আক্রমণও কৃষককে সমস্যায় ফেলে। এ পরিস্থিতিতে রবি মৌসুমে
কৃষকের পাশে দাঁড়িয়েছে আইফার্মার।
উদ্ভাবনী প্রযুক্তি ও আর্থিক সহায়তার মাধ্যমে
নতুন প্রজন্মের বেশ কিছু উদ্যোগ শস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের আর্থিক
সুরক্ষা এবং জীবিকা উন্নয়নে সম্ভাবনাময় পথ তৈরি করছে। রবি মৌসুমে আইফার্মার
বিভিন্ন জেলার ৩ হাজার ৫০০ কৃষককে ভুট্টা, পেঁয়াজ, আলু, মরিচ, সয়াবিন এবং
শীতকালীন সবজি চাষে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা দিচ্ছে।
আর্থিক সহায়তার পাশাপাশি কৃষকের জন্য কার্যকর
তথ্য ও প্রযুক্তি সরবরাহ করা হচ্ছে। আইফার্মার এসএমএসের মাধ্যমে কৃষকের কাছে
কৃষিসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত সরবরাহ করছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির কল
সেন্টার নম্বরে (০৮০০০৫০০৮০০) ফ্রি কল করে কৃষকরা বিভিন্ন সমস্যার সমাধান পাচ্ছেন।
সেন্টারের দক্ষ কর্মী এবং বিশেষজ্ঞরা তাদের সমস্যা তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট ও
কার্যকর দিকনির্দেশনা দিচ্ছেন।
স্থানীয় পর্যায়ে কৃষি উপকরণ সহজলভ্য করা এবং
ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে উপজেলা ও ইউনিয়ন
পর্যায়ে আইফার্মার সেন্টারে (আইএফসি) কৃষকদের জন্য উন্নতমানের বীজ ও সারের মতো
গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ ন্যায্য এবং স্বচ্ছ দামে সরবরাহ করা হচ্ছে। ফলে কৃষকরা
তাদের উৎপাদন খরচ কমিয়ে লাভের পরিমাণ বাড়াতে সক্ষম হচ্ছেন। উপজেলা ও ইউনিয়ন
পর্যায়ে আইফার্মার কালেকশন সেন্টারগুলোতে কৃষকরা তাদের উৎপাদিত ফসল সরাসরি বিক্রি
করতে পারছেন। মৌসুম শেষ হওয়ার পরপরই এই সেন্টারগুলো কৃষকের উৎপাদিত ফসল বাজারে
বিক্রিতে সহায়তা করছে, ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য দাম পাচ্ছেন।
আইফার্মার কেয়ার বাংলাদেশ এবং এক্সেমপ্লারি
কনসালটিং লিমিটেডের সহযোগিতায় রাজশাহী ও পাবনায় প্রায় এক হাজার পেঁয়াজ চাষিকে
উন্নত ও পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতির প্রশিক্ষণ দেবে। যেখানে আধুনিক সংরক্ষণ
পদ্ধতি সম্পর্কে তাদের ধারণা দেওয়া হবে।
আধুনিক সংরক্ষণাগার নির্মাণে কৃষকদের আর্থিক
সহায়তা দেওয়ারও পরিকল্পনা রয়েছে, যা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে
নিশ্চিত করা হবে। এ ছাড়া ফসল সংগ্রহের পর মান নিশ্চিত করতে কৃষিপণ্য সংগ্রহকারীদের
জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণে শেখানো হবে
কীভাবে সঠিক আকার, রং এবং পচনমুক্ত পণ্য চিহ্নিত করা যায়। একই সঙ্গে কার্যকর বাজার
সংযোগ তৈরি এবং কৃষক-ক্রেতা সরাসরি সংযোগ নিশ্চিত করার লক্ষ্যে কর্মশালার আয়োজন
করা হবে।
সিরাজগঞ্জের কাজীপুরের ফুলজোড় গ্রামের কৃষক মজনু
মিয়া বলেন, ‘আর্থিক টানাপোড়েনে আমি ঠিকমতো জমি চাষ করতে পারছিলাম না। পরে
আইফার্মারের আর্থিক সহায়তার কথা জানতে পারি। এ প্রকল্পের অধীনে আইফার্মারের
সহায়তায় ৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৫ বিঘা জমিতে মরিচ ও ভুট্টা চাষ করেছি। চৈত্র মাসের
দিকে ফসল বিক্রি করে ঋণ পরিশোধ করব।’
বগুড়ার সারিয়াকান্দির আওলাকান্দির জুয়েল রানা
বলেন, ‘এখন পর্যন্ত আমি আইফার্মারের সহায়তায় ইউসিবিএল থেকে তিনবার ঋণ নিয়ে
রবি মৌসুম চাষ করেছি। প্রথমবার ৫০ হাজার লোন নিয়ে সাড়ে ৭ বিঘা জমিতে ভুট্টা চাষ
করেছিলাম। ৮০ হাজার টাকার মতো বিক্রি করে ঋণ শোধ করেছিলাম। দ্বিতীয়বার এক লাখ টাকা
লোন নিয়ে ভুট্টা, মরিচ ও বেগুন চাষ করে দুই লাখ টাকা বিক্রি করেছি। এবারও এক লাখ
টাকা লোন নিয়ে ১০ বিঘা জমিতে ভুট্টা এবং তিন বিঘা জমিতে মরিচ চাষ করেছি। রবি মৌসুমে
টাকা না থাকলে চাষ করতে পারতাম না।’
গাইবান্ধার ফুলছড়ির পেপুলিয়া গ্রামের কৃষক
আনারুল ইসলাম এই পর্যন্ত আইফার্মার থেকে তিনবার ঋণ নিয়েছেন। রবি মৌসুমে ঋণ পেয়ে
তিনি বেশ লাভবান হয়েছেন। আনারুল ইসলাম বলেন, ‘প্রথমবার ৪০ হাজার টাকা
লোন নিয়ে পাঁচ একর জমিতে ভুট্টা চাষ করে আড়াই লাখ টাকায় বিক্রি করেছি। দ্বিতীয়বার
৪০ হাজার টাকা লোন নিয়ে ভুট্টা ও মরিচ চাষ করেছি। এবারও ৫০ হাজার টাকা লোন নিয়েছি।
ঋণের পাশাপাশি আইফার্মার সময় উপযোগী তথ্য-উপাত্ত, আবহাওয়ার পূর্বাভাস ও বিশেষজ্ঞ
সেবা দিয়ে চাষিদের সাহায্য করেছে।’


